জীবন যেখানে যেমন (পরব ২)

লিখেছেন লিখেছেন শেখ সাদী ১৬ জুন, ২০১৩, ১২:৪৬:৩১ রাত



P.T.O.

আমার এক ছাত্রী । এখন ও ৫ম শ্রেণীতে পড়ে । যখন ও চতুর্থ পড়তো তখন থেকে ওকে আমি পড়াই । চতুর্থ শ্রেণীতে পড়ার সময় আমি দেখলাম ওর খাতার একটি পৃষ্ঠায় লেখা শেষ হলে, পৃষ্ঠার শেষে p.t.o.লিখে অপর পৃষ্ঠায় লেখা শুরু করে । একদিন আমি ওকে জিঙ্গাসা করলাম p.t.o.মানে কি বলতো ? আমার ছাত্রী বললো p.t.o.মানে হচ্ছে পিস টা উল্টাও ! ওর কথা শুনে আমি হাসতে হাসতে কুটিকুটি । আমি বলালাম কিভাবে এটা হলো । ওবললো p.তে পিস t.তে টা o.তে উল্টাও ওর কথা শুনে আমার আরো হাসি পেল । আমি বললাম এটা তোমাকে কে শিখিয়েছে । ও বললো এটা আমি নিজেই বানিয়েছি ।

মজাই তো !

ভালোবাসা

আমার আপন মামা । সম্পর্কে আমার নানা । তাদরে বয়স ৭০ থেকে ৬৫ এর কাছাকাছি । যদিও একই বাড়িতে থাকে কিন্তু সংসার আলাদা আলাদা । নানা তার বড় ছেলের সাথে থাকে । নানী তার ছোট ছেলের সাথে থাকে । নানীকে যদি কোন খাবার দেয়া হয় তার অংশ থেকে নানী নানাকে অর্ধেক দিয়ে দেয় । একদিন আমরা কাজিনরা মিলে আলুরচপ খাচ্ছিলাম , নানা তখন বাড়ীতে ছিল না। নানীকে একটা চপ দেয়া হল । আমাদের সবারটা খাওয়া শেষ । আর চপ ছিলও না । কিন্তু নানী তারটা এখন খায়নি । এমন সময় নানা বাড়ীতে আসলো,ঘরে বসলো । নানী তার আলুরচপটি ভেঙ্গে অর্ধেক নানাকে দিলো ,আর অর্ধেক নিজে খেল । এটা শুধু এক দিনের ঘটনা এমন আরও অনেক দিন দেখেছি । এই বয়সেও তাদের ভালোলাগা ,ভালোবাসা,প্রেম,রোমান্টিকতা কমে যায়নি। কি প্রেম ! কি ভালোলাগা ! কি ভালোবাসা !

ভালোবাসা তো !

বিষয়: বিবিধ

১৩৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File